ভেনিজুয়েলায় অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে ৩ জন মার্কিন নাগরিক, ২জন স্প্যানিশ এবং ১জন চেক প্রজাতন্ত্রের নাগরিককে আটক করেছে দেশটির নিরাপত্তাবাহিনী।
এ ব্যাপারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো বলেছেন, কয়েকশো অস্ত্র ইতোমধ্যেই জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আটককৃতরা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সহ দেশটির উচ্চপদস্থ কিছু কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছিল।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির আজ (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য যে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বিতর্কিত এক নির্বাচনে জয়লাভের পর ওয়াশিংটন থেকে ১৬ ভেনিজুয়েলান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই ১৬ জন প্রেসিডেন্ট মাদুরোর ঘনিষ্ট ছিল। এই ঘটনার দু'দিন পরেই দেশটিতে এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।
ভেনিজুয়েলার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত দুই স্প্যানিশ ব্যাক্তি মাদ্রিদের ন্যাশনাল ইন্টেলিজেন্স সেন্টার (সিএনআই) এর সাথে জড়িত। যদিও স্প্যানিশ সরকারের পক্ষ থেকে তাদের স্থানীয় গণমাধ্যমের কাছে ব্যাপারটির সত্যতা নেই বলে জানানো হয়েছে।
গতকাল (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো বলেছেন, সিআইএ এই অপারেশন এর নেতৃত্ব দিচ্ছে এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু স্পেনের সিএনআই এই অঞ্চলে সিআইএর তৎপরতার কারণে সর্বদাই বেশ লো প্রোফাইল বজায় রাখে।
তিনি আরও বলেছেন, আটক এই দুই স্প্যানিশ ব্যাক্তি আমাদের কাছে তাদের পরিকল্পনার ব্যাপারে বলেছে, তারা একদল ভাড়াটে সৈন্য ভেনিজুয়েলায় আনার পরিকল্পনা করছিল। এদের পরিষ্কার উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, আমি সহ একদল কর্মীদের হত্যা করা যারা আমাদের দল ও বিপ্লবে নেতৃত্ব দিয়ে আসছে।
কাবেলো বলেন, আমাদের দেশে হামলা চালানোর জন্য তারা ফরাসি মার্সেনারি গ্রুপ, পূর্ব ইউরোপীয় মার্সেনারী গ্রুপের সঙ্গে যোগাযোগ করেছে। এই অপারেশনে ব্যবহারের জন্য প্রায় চারশ অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
স্পেন কর্তৃপক্ষ ভেনিজুয়েলার কাছ থেকে আরও তথ্য জানতে চেয়েছে। স্প্যানিশ দূতাবাসের পক্ষ থেকে বন্দি দুই স্পানিয়ার্ডের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দেশটির স্টেট ডিপার্ট্মেন্ট বলেছে, নিকোলাস মাদুর কে ক্ষমতাচ্যুত করার যেকোনপ্রকার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তারা আরও বলেছে, ওয়াশিংটন ভেনিজুয়েলায় চলমান রাজনৈতিক সংকট নিরসনে গণতান্ত্রিক সমাধান দিতে সহায়তা চালিয়ে যাবে।