সম্প্রতি ইউরোপে হওয়া ঝড় 'বরিস' এর ফলে পূর্ব এবং মধ্য ইউরোপের ৭টি দেশ ভয়াবহ বন্যার কবলে পড়েছে। রোমানিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, পোল্যান্ড ও জার্মানিতে এই বন্যায় অন্তত ৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
আজ (১৫ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্যও প্রকাশিত হয়।
'বরিস' ঝড়ের ফলে মধ্য ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশে টানা ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ ব্যাপারে চেক প্রজাতন্ত্রের পরিবেশ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এমন ঘটনা প্রতি ৫০ বছরে ১ বার ঘটে। এই বন্যায় হাজারেও অধিক মানুষ ঘরছাড়া হয়েছেন। চেক প্রজাতন্ত্রের জ্বালানী কোম্পানি সিইজেড বলেছে, দেশটির উত্তরাঞ্চলের অন্তত ৫১ হাজার বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই।
ভয়াবহ এই বন্যায় উদ্ধারকাজ পরিচালনার সময় অস্ট্রিয়ায় একজন দমকলকর্মী মারা গেছেন। অস্ট্রিয়ার ভিয়েনার আশপাশের এলাকা দুর্যোগকবলিত এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়াও পোল্যান্ডে একজন এবং রোমানিয়ায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।