ফ্রান্স থেকে রাবারের ভেসেলে চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে যাওয়ার সময় ৮ জন অবৈধ অভিবাসী নিহত হয়েছে। ফরাসি পুলিশ কর্তৃপক্ষ তথ্যটি নিশ্চিত করেছে।
আজ (১৫ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
রাবারের তৈরি ভেসেলে চড়ে প্রায় ৬০ জন অবৈধ অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে ইংল্যান্ড যাওয়ার চেষ্টা চালান। এদের মধ্যে ইরিত্রিয়া, সুদান, সিরিয়া এবং ইরান থেকে আসা অভিবাসীরা ছিল।
ফরাসি কোস্ট গার্ড জানায়, ভেসেলটি মাঝপথে বিপদে পড়লে সেটি ফ্রান্সের অ্যাম্বল্টুজ শহরের সমুদ্রতীরের দিকে এগোতে থাকে। উদ্ধারকারী দলের মাঝসমুদ্রে কিছু করার উপায় না থাকায় বিপদের খবর পাওয়ার পরেও তারা কিছু করতে পারেনি। কিছুসময় পরে ভেসেলটি সমুদ্রতীরের পাথরে আছড়ে পড়ে।
এ সময় জরুরি সেবাদানকারী একটি দল ৫৩ জনকে জীবিত উদ্ধার করে এবং ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। এক শিশুসহ ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়।
ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছে এবং বলেছে ফরাসি কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ নেবে এবং তদন্ত করবে।
উল্লেখ্য যে, এই পথ দিয়ে প্রতি বছর প্রায় কয়েক হাজার অবৈধ অভিবাসী ইংল্যান্ড যায় অথবা ফ্রান্সে আসে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসী সংস্থার তথ্য অনুযায়ী এ বছর এখন পর্যন্ত এই রুটে সমুদ্র পাড়ি দিতে গিয়ে ৪৫ জনের মৃত্যু ঘটেছে।