২০২২ সালের ফেব্রুয়ারীতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এই নিয়ে তৃতীয় বারের মত সৈন্যসংখ্যা বাড়ানোর জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১ লাখ ৮০ হাজার সৈন্য বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুতিন। এতে রাশিয়ার মোট সক্রিয় সৈন্যের সংখ্যা ১৫ লাখে বৃদ্ধি পাবে যা চীনের পর দ্বিতীয় বৃহত্তম।
আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার আজ (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।
দেশটির সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে এই আদেশ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, এই আদেশ ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে কার্যকর করা হবে। এতে আরও বলা হয়, সৈন্যসংখ্যা বৃদ্ধিতে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে মোট কর্মরত লোকের সংখ্যা প্রায় ২৩ লাখ ৮০ হাজার জনে বৃদ্ধি পাবে।
উল্লেখ্য যে, এ বছরের জুন মাসে পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় ৭ লাখে উন্নীত করেন।
ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) এর তথ্যমতে, এই সৈন্যসংখ্যা বৃদ্ধিতে রাশিয়ার দায়িত্বরত সৈন্যসংখ্যা এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের চেয়ে বেশি। এরচেয়ে বেশি সক্রিয় সৈন্যসংখ্যা এখন শুধু চীনের। আইআইএসএস এর তথ্যমতে চীনের সক্রিয় সৈন্যের সংখ্যা প্রায় ২০ লাখ।
এদিকে রুশ সামরিকবাহিনীর এক বিশেষজ্ঞ দারা মাসিকট এই সৈন্যসংখ্যা বৃদ্ধিতে যে খরচ হবে তা বহন করতে মস্কো প্রস্তুত কি না এই প্রশ্ন তুলেছেন। সম্প্রতি তিনি একটি প্রতিবেদনে আরও বলেন, সৈন্যসংখ্যা বাড়ানোর এই সিদ্ধান্ত বাস্তবায়নে রাশিয়ার সামরিকবাহিনী তে যে পরিমাণ নারী কর্মী নেওয়ার আইন আছে তা পরিবর্তন করা প্রয়োজন হতে পারে।