ইরানের পারমাণবিক স্থাপনায় প্রতিশোধ মূলক হামলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইসরাইলকে এই সতর্ক বার্তা দিল মস্কো।
গতকাল (১৭ অক্টোবর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ খবর জানিয়েছে রুশ বার্তাসংস্থা তাস।
ইরানে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো হামলা হলে তা কোন ভাবেই মেনে নেওয়া হবে না বলে কঠিন হুশিয়ারী দিয়েছে রাশিয়া। এ ধরনের কাজ থেকে ইসরায়েলকে বিরত থাকতেও সতর্ক করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। (সূত্র: আল জাজিরা)
গত ১৭ই অক্টোবর দেয়া এক বিবৃতিতে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের কোনো ধরনের হামলার বিরুদ্ধে রাশিয়া সতর্ক বার্তা দিচ্ছে, হামলা করা হলে তার ফল ভালো হবে না। এসময় হামলার পরিকল্পনা চলছে বলেও ইঙ্গিত দেন তিনি।
রিয়াবকভ আরও বলেন, আমরা বারবার সতর্ক করেছি। এখনো সতর্ক করছি। ইরানের পারমাণবিক স্থাপনা এবং পারমাণবিক অবকাঠামোর ওপর হামলার আশঙ্কাকে অনুমানমূলকভাবে বিবেচনা করার বিরুদ্ধেও রাশিয়া। আমরা ইসরায়েলকে সতর্ক করে যাচ্ছি। কারণ, এটি একটি বিপর্যয়মূলক পদক্ষেপ হবে। পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার বিদ্যমান যে প্রচেষ্টা তা ইসরায়েলের কাজকে কোনোভাবেই সমর্থন করবে। না। তারা প্রত্যাখ্যাত হবে।
উল্লেখ্য, ইসমাইল হানিয়া ও হাসান নাসরুল্লাহর মৃত্যুর প্রতিশোধে গত ১ অক্টোবর ইসরাইলে ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তখন থেকেই পাল্টা হামলার ছক কষছে ইসরাইল।