অস্ট্রেলিয়ায় তোপের মুখে পড়লেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ৫ দিনের রাজকীয় সফরের দ্বিতীয় দিনেই এই ঘটনার সম্মুখীন হলেন তিনি। গতকাল(২১ নভেম্বর) স্ত্রী ক্যামেলিয়াকে নিয়ে অস্ট্রেলিয়া পার্লামেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে যান রাজা চার্লস। তখনই একজন স্বতন্ত্র সিনেটের তোপের মুখে পড়েন তিনি।
পার্লামেন্টে রাজার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথেই মঞ্চের সামনে এসে চিৎকার করতে থাকেন ভিক্টোরিয়া রাজ্যের স্বতন্ত্র সিনেটর লিডিয়া থর্প। এ সময় চিৎকার করতে করতে তিনি বলেন, এটা আপনার দেশ নয়, আপনি আমার রাজা নন।
আপনি আমাদের দেশের জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছেন। আমাদের ভূমি আমাদেরকে ফিরিয়ে দিন। আমাদের কাছ থেকে যা কিছু চুরি করে নিয়ে গেছেন সেগুলো আমাদের ফিরিয়ে দিন। যেমন: হাড়, মাথার খুলি, আমাদের শিশু, আমাদের মানুষ।
তার চিৎকারের এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নেওয়ার সময় তিনি বলেন, "ফাক দা কলোনি"।
ব্রিটিশ রাজাকে অপদস্ত করা এই স্বতন্ত্র নারী সিনেটর মূলত অস্ট্রেলিয় আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করেন।
উল্লেখ্য, কমনওয়েলথ ভুক্ত দেশ হওয়ায় এখনো আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার প্রধান, রাজা তৃতীয় চার্লস। তবে এই পদে পরিবর্তন আনা হবে কিনা তা নিয়ে সাম্প্রতিক সময় বিতর্ক শুরু হয়েছে দেশটিতে।
সূত্র: বিবিসি