ইরানি গুপ্তচর সন্দেহে জেরুজালেমে বসবাসরত ৭ জনকে গ্রেফতার করেছে ইসরাইলী গোয়েন্দা সংস্থা সিন বেইট। গতকাল ( ২১ অক্টোবর) পুলিশের সাথে চালানো এক যৌথ অভিযানে বন্দীদের আটক করে সংস্থাটি।( সূত্র: জেরুজালেম পোস্ট)।
আজ (২২ অক্টোবর) সিন বেইট ও পুলিশ এক যৌথ বিবৃতিতে জানায়, গ্রেফতারকৃতরা ইরানের নির্দেশে ইসরাইলের উচ্চ পদস্থ ব্যক্তিদের হত্যার পরিকল্পনা নিয়ে কাজ করছিল। এই তালিকায় ইসরাইলের একজন শীর্ষ বিজ্ঞানী এবং একজন মেয়রের নাম ছিল বলে জানা যায়। এই ব্যক্তিরা ইসরাইলের নিরাপত্তা পরিষদের সাথে সরাসরি জড়িত।
গ্রেফতারকৃতরা দুই লাখ শেকেলের বিনিময়ে একটি পুলিশের গাড়ি উড়িয়ে দেওয়া এবং একটি বাড়িতে গ্রেনেড নিক্ষেপের দায়িত্ব নিয়েছিলেন বলেও জানানো হয় বিবৃতিতে।
সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশির সময়, নিরাপত্তা বাহিনী নগদ ৫০,০০০ শেকেল, একটি নকল পুলিশ কার এর লাইসেন্স প্লেট এবং একাধিক ক্রেডিট কার্ড জব্দ করে।
সন্দেহভাজনদের মধ্যে ২৩ বছর বয়সী এক যুবক পুলিশকে জানায়, ইরানি উচ্চ পদস্থ কর্মকর্তাদের নির্দেশে তারা ইসরাইলে গুপ্তচরবৃত্তি করতো। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে মুখ খুলেনি ইরান।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরেও ইসরাইলের প্রধানমন্ত্রীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদেরকে হত্যা ষড়যন্ত্রের দায়ে একজন ইসরাইলী নাগরিককে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী।
সূত্র: রয়টার্স