আজ (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আদিয়ালা জেল থেকে ছাড়া পেয়েছেন পাকিস্তান প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।
দীর্ঘ ৯ মাস পর গতকাল (২৩ নভেম্বর) ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন পান তিনি।
তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে গত ৩১ জানুয়ারিতে গ্রেফতার করা হয়। বিচারে তাদেরকে ১৪ বছরের কারাবাস এবং ৭৮ কোটি ৭০ লাখ রুপি জরিমানা করা হয়। তবে বুশরা বিবি মুক্তি পেলেও, এখনো মুক্তি পাননি ইমরান খান। ওই কারাগারেই বন্দী আছেন তিনি।
বুশরা বিবি মুক্তি পাওয়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ একটি পোস্ট দেয় পিটিআই। পোস্টে বুশরা বিবিকে স্বাগত জানানোর সাথে সাথে তার এই অবস্থার জন্য বর্তমান সরকার দায়ী এমন ইঙ্গিতও করা হয়।
যদিও শাহবাজ শরীফের সরকার বলছে, তারা বিচার প্রক্রিয়ায় কোনরূপ হস্তক্ষেপ করছে না।
উল্লেখ্য, ২০১৮ সালে তৃতীয় স্ত্রী হিসেবে বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান খান। বিয়ের আগেও ইমরান খানের আধ্যাত্মিক পরামর্শক ছিলেন তিনি।
সূত্র: ডন