ফিলিস্তিন এবং লেবাননে আর কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চান না বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইসাথে ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলো কেও শান্তি বজায় রাখতে এবং নিজেদের সমন্বিত নিরাপত্তার ব্যাপারে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল (২৪ অক্টোবর) রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন শি জিনপিং। সূত্র: আনাদোলু এজেন্সি।
জিনপিং বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার জন্য একটি স্থিতিশীল শক্তি গঠন করতে এবং বিরোধপূর্ণ সমস্যাগুলোর লক্ষণ এবং শিকড় ধরতে হবে। এসব মোকাবেলার জন্য সমাধান খুঁজতে আমাদের একসঙ্গে এগিয়ে আসা উচিত।’
শি আরো বলেন, ‘আমাদের গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ অব্যাহত রাখতে হবে, দ্বি-রাষ্ট্র সমাধান পুনরায় চালু করতে হবে। লেবাননে যুদ্ধের বিস্তার বন্ধ করতে হবে। ফিলিস্তিন ও লেবাননে আর কোনো দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয়’।
ফিলিস্তিন-লেবানন ইস্যুর পাশাপাশি ইউক্রেনে যুদ্ধ বন্ধের আহ্বানও পুনর্ব্যক্ত করেন এই চীনা প্রেসিডেন্ট। এই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও উপস্থিত ছিলেন ব্রিকসের অন্যান্য নেতারা ।
উল্লেখ্য, গতকাল এই সম্মেলনেই ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে জোরালো বক্তব্য দেন পুতিন। মধ্যপ্রাচ্য পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে বলেও হুশিয়ারি দেন তিনি।