আজ (২৫ অক্টোবর) পাকিস্তানে বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা কর্মী এবং ১৯ জন জঙ্গি ।
উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি নিরাপত্তা চেক পোস্টে ২০-২৫ জন জঙ্গি হামলা চালিয়ে অন্তত ১০ জন ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি কর্মীকে হত্যা করে।
এই হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান-ই-পাকিস্তান (টিটিপি)।
একই দি্নে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের জেলা অ্যাকাউন্ট অফিসেও হামলা চালায় একটি জঙ্গি গোষ্ঠী। এতে নিহত হন একজন পুলিশ কর্মকর্তা। স্থানীয় পুলিশ মুখপাত্রের বিবৃতিতে জানা যায় এ খবর।
অন্য একটি পৃথক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তান সীমান্তের কাছে বাজাউর জেলায় একটি সেনা অভিযানে কমপক্ষে নয়জন জঙ্গিকে হত্যা করেছে তারা। জঙ্গিদের মধ্যে দুজন আত্মঘাতী বোমা হামলাকারী ছিল। এছাড়াও একজন গুরুত্তপুরন জঙ্গি নেতা এই হামলায় নিহত হয়।
এছাড়াও অন্য একটি বিবৃতিতে পুলিশ জানায় , উত্তর-পূর্ব পাঞ্জাব প্রদেশের মাইনওয়ালি জেলায় পুলিশের আরেকটি অভিযানে অন্তত ১০ জঙ্গি নিহত হয়েছে।
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে জঙ্গি হামলা নতুন নয়। তবে সম্প্রতি তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে জঙ্গি হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী বিভিন্ন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান চালালেও, জঙ্গি হামলার তীব্রতা জনমনে আতঙ্ক ছড়াচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি