মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক স্থাপন করতে রাজি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যদি যুক্তরাষ্ট্র যদি সুসম্পর্ক চায় তাহলেই একমাত্র এটি সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। রাশিয়ার কাজান শহরে চলতে থাকা ব্রিকস শীর্ষ বৈঠকের সমাপ্তি ভাষণে এ কথা বলেন তিনি।
পুতিনের ভাষ্যমতে, আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরই বোঝা যাবে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্ক কেমন হবে, আর এ সম্পর্ক নির্ভর করবে যুক্তরাষ্ট্রের উপর। যুক্তরাষ্ট্র না চাইলে সম্পর্ক ভালো হবে না বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচিত হলে ইউক্রেন যুদ্ধ থামাবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প; এটি নিয়ে পুতিন কতটা আশাবাদী, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, আমি যা শুনেছি, ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেন সংঘাতে ইতি টানার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেন। এর থেকে বোঝা যায় ট্রাম্প একান্তভাবেই এটা চাইছেন। এ ধরনের বিবৃতিকে আমরা সবসময়ই স্বাগত জানাই।
ট্রাম্প এর সাথে পুতিনের সখ্যতার বিষয়টি নতুন নয়। মার্কিন নির্বাচনে জয়ী হওয়ার জন্য ট্রাম্পকে সর্বাত্মক সহায়তা করেছে রাশিয়া, এমন অভিযোগ করেছেন খোদ হিলারী ক্লিনটন।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই তলানিতে গিয়ে ঠেকে মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক।