× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মালয়েশিয়ায় পালাতে গিয়ে বাথরুমের জানালায় আটকা বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট

২৬ অক্টোবর ২০২৪, ১৭:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

মালয়শিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে চলছে অভিযান। এই অভিযান চলার সময় বাথরুমের জানালা দিয়ে পালানোর সময় মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

আজ (২৬ অক্টোবর) মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গতরাতে কাম্পুং নিসান এমপাটের একটি ফ্ল্যাটে বাথরুমের জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন এক বাংলাদেশি। কিন্তু তার সেই চেষ্টা সফল হয়নি। বাথরুমের জানালায় আটকে যান তিনি। পরে অভিবাসন কর্তৃপক্ষ তাকে আটক করেছে।

নিউ স্ট্রেইট টাইমস বলছে, জানালায় আটকে যাওয়া ওই বাংলাদেশিকে উদ্ধারের জন্য তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা মই ব্যবহার করেন। ওই ফ্লাটে ৩৫ জন বিদেশি বসবাস করেন। জানালায় আটকে যাওয়া ৪০ বছর বয়সী বাংলাদেশিও সেখানে বসবাস করছিলেন। এই বিদেশিদের প্রত্যেকেই মালয়েশিয়ার মারাং এবং কুয়ালা নিরাসের নির্মাণ স্থাপনায় কাজ করেন।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের উপ-পরিচালক মাত আমিন হাসান বলেন, গতকাল রাত ৯টার দিকে জাতীয় নিরাপত্তা পরিষদ জাতীয় নিবন্ধন বিভাগের সহায়তায় ওই অভিযান পরিচালনা করা হয়েছে।

ভবন থেকে যাতে কেউ পালিয়ে যেতে না পারেন, সেজন্য কর্তৃপক্ষ সব পথ বন্ধ করে দিয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যম হারিয়ান মেট্রোকে মাত আমিন হাসান বলেন, ‘‘বিদেশিরা ভবনের জরুরি সিঁড়ি লিফট ব্যবহার করে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সব প্রস্থান পথ বন্ধ থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

দেশটির অভিবাসন বিভাগের কর্মকর্তারা গতকাল দুই কিশোর-সহ মোট ২১৮ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করে দেখেছেন। সময় ভ্রমণের বৈধ কাগজপত্র না থাকা-সহ বিভিন্ন অপরাধের অভিযোগে ৩৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বয়স ১৫ থেকে ৫৩ বছর।

পরে আটককৃতদের আজিল ইমিগ্রেশন কেন্দ্রে পাঠানো হয়েছে। বৈধ ভ্রমণ নথি না থাকায় মালয়েশিয়ার অভিবাসন আইনের () ধারায় অতিরিক্ত সময় ধরে দেশটির অবস্থানের অভিযোগে ১৫ () (সি) ধারায় মামলা করা হচ্ছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, তদন্তে সহায়তা করার জন্য স্থানীয় দুই ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়েছে। নথিবিহীন অভিবাসীদের নিয়োগ আশ্রয় দেওয়ার ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও অভিবাসন বিভাগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.