× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানে ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর ২০২৪, ২০:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত

শতাধিক বিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরাইল। আজ (২৬ অক্টোবর)  ২০০০ কিলোমিটার পাড়ি দিয়ে ইরানে হামলা চালিয়ে আবার নিরাপদে নিজদেশে  ফেরত যায় বিমানগুলো। আইডিএফ সূত্রে জানা যায়, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে ২০০০ কিলোমিটার উড়ে গিয়ে ইরানে বিমান হামলা চালায় ১০০ এর অধিক যুদ্ধবিমান। এই বিমানগুলির মধ্যে এফ-৩৫ এর মত অত্যাধুনিক যুদ্ধ বিমানও ছিল।

আইডিএফ আরো জানায়, তারা প্রথমেই সিরিয়ার রাডার সিস্টেমে হামলা চালিয়ে তা অকার্যকর করে দেয়। যাতে তাদের গতিবিধি সম্পর্কে ইরানকে কোনো তথ্যই না দিতে পারে সিরিয়া। অতঃপর ইরাকের উপর দিয়ে উড়ে গিয়ে ইরানে হামলা চালায় বিমানগুলো। ইরানের পরমাণু ক্ষেত্রে হামলার হুমকি দিলেও, যুক্তরাষ্ট্রের চাপে কেবলমাত্র ইরানের সামরিক স্থাপনায় হামলা চালায় আইডিএফ।

ইরান কর্তৃক সংঘঠিত ১ অক্টোবরের হামলার প্রতিশোধেই এই হামলা চালানো হয়েছে বলে জানায় ইসরায়েল।

এদিকে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে জানায়, এটিকে তারা ইসরাইলের আত্মরক্ষা মূলক পদক্ষেপ হিসেবেই দেখছে। এই হামলায় তাদের কোনো ভূমিকা ছিল না বলেও জানায় দেশটি।

একই সাথে যুক্তরাষ্ট্র সমগ্র বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয় বিবৃতিতে।

তবে ইরানের ভাষ্যমতে ইসরাইলের এই হামলা সফল ভাবে ঠেকিয়ে দিয়েছে তারা। ইরানের সামরিক বাহিনীর ২ জন সদস্যের মৃত্যুর কথা প্রকাশ করলেও, এই হামলায় তাদের বড় কোনো ক্ষতির কথা অস্বীকার করেছে ইরান।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, ইরানে হামলার আগেই তা ইরানকে জানিয়ে দিয়েছিল ইসরাইল। উত্তেজনা না বাড়াতেই একটি তৃতীয় পক্ষের মাধ্যমে ইরানকে এই হামলার ব্যাপারে বিস্তারিত জানার ইসরাইল। একই সাথে ইরান এই হামলার জবাব দিলে ইসরাইল আরো বড় পরিসরে হামলার হুশিয়ারী ও দিয়ে রেখেছে ইসরাইল।

উল্লেখ্য, গত ১ অক্টোবর ২ শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে হামলা চালায় ইরান। এর পর থেকেই ইরানে হামলার ছক কষছিল ইরান।

সূত্র: জেরুজালেম পোস্ট, রয়টার্স

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.