× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলা হ্যারিসের আইকিউ খুবই কম- ট্রাম্প

২৯ অক্টোবর ২০২৪, ১৪:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত

আগামী ৫ নভেম্বর  অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। যার দিকে তাকিয়ে আছে পুরো পৃথিবী। এই নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাটি পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। অন্যদিকে বিরোধী দল রিপাবলিকান পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে দুজেনেই ব্যস্ত  আছেন নির্বাচনী প্রচারণায়।

গত রবিবার (২৬ অক্টোবর) নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে নির্বাচনী সমাবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। এই সমাবেশের শুরুতে ট্রাম্পের ঘনিষ্ঠ জনেরা  বেশ কিছু অশ্লীল ও বর্ণবাদী মন্তব্য করেন।

“চার বছর আগের চেয়ে কি এখন আপনারা ভালো আছেন?” বক্তব্যের শুরুতেই ট্রাম্প সমবেত জনতার উদ্দেশে এমন প্রশ্ন করেন ট্র্যাম্প।  উত্তরে সমাবেত জনতা সমস্বরে, "না" বলে ওঠে।

৫ নভেম্বর তিনি ভোটে জয়ী হলে অপরাধীদের হামলা থেমে যাওয়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। এ সময়ই তিনি বলেন, “প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস খুবই কম আইকিউসম্পন্ন (বুদ্ধির সূচক)।”    

সমাবেশে নিউইয়র্কের সাবেক মেয়র ও ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী রুডি জিলিয়ানি বলেন, ইসরায়েল–ফিলিস্তিন যুদ্ধের সময় কমলা হ্যারিস সন্ত্রাসীদের পক্ষ নিয়েছেন। কমলা হ্যারিস ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে চেয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

মার্কিন কৌতুক অভিনেতা টনি হিঞ্চক্লিফ সমাবেশে দেওয়া তার বক্তব্যে বলেন, “লাতিনোরা সন্তানের জন্ম দিতে ভালোবাসে।”

এছাড়াও যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্পের নির্বাচনী প্রচারের পর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ই–মেইলে জানান, বিপজ্জনক বিভাজন ও অবমাননাকর বার্তার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনী সমাবেশে।

জরিপে দেখা গেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর প্রায় সমানে সমান অবস্থানে রয়েছেন।

বাইডেন প্রশাসনের অভিবাসী নীতি ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে হ্যারিসের উদ্দেশে তীর্যক মন্তব্য করেন ট্রাম্প। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “তিনি (হ্যারিস) এটা নড়বড়ে করে ফেলেছেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সব ঠিক করে দেব।”

এছাড়াও মিশিগানে রবিবার এক নির্বাচনী সমাবেশে মুসলিম ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। 

সূত্র: রয়টার্স

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.