× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

“স্বর্ণমানব” প্রেম সিং; সোনালি আচ্ছাদিত শরীর ও বাইক 

আন্তর্জাতিক ডেস্ক।

১৭ নভেম্বর ২০২৪, ২১:০৯ পিএম

ছবিঃ ইন্টারনেট

কথায় আছে, শখের তোলা আশি টাকা। কিন্তু প্রেম সিং এর শখের তোলা আশি টাকা নয়, তার শখ অনেক দামি। বিহারের এক ব্যক্তি সবসময় নিজের শরীরকে স্বর্ণালঙ্কারে ঢেকে রাখেন। তিনি নিজের পোশাক -আশাক আর গহনার কারণে ভারতজুড়ে বেশ বিখ্যাত ব্যক্তি হিসেবে পরিচিত। প্রেম সিং সোনালি বর্ণের এক ধাতু্র প্রেমে আসক্ত।

প্রেমের স্বর্ণকাণ্ড এখানেই শেষ নয়। এই প্রেম সিং প্রিয় বাইকেও নিজের স্বর্ণ প্রেম প্রদর্শিত করেছেন। তার মোটরসাইকেলের নানা যন্ত্রাংশ স্বর্ণ দিয়ে মোড়ানো।

প্রেম সিংয়ের ভক্তকূলও কম নয়। তার স্বর্ণ আচ্ছাদিত শরীর আর স্বর্ণে মোড়ানো বাইক দেখতে রীতিমতো অনেক ভিড় জমে যায়।  

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, বিহারের স্বর্ণমানব তকমা পাওয়া প্রেম সিং পাঁচ কেজি ওজনের নানা স্বর্নআলঙ্কার পরেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.