ব্রিটিশ সংবাদমাধ্যম
বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে যুক্তরাজ্যের ইংল্যান্ড এবং ওয়েলসে ২০২৩ সালে ছেলেদের
শিশু সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে শীর্ষে রয়েছে মুহাম্মাদ। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস
(ওএনএস)-এর তথ্য অনুযায়ী, গত বছর মুহাম্মাদ নামে ৪,৬০০-এরও বেশি শিশু নিবন্ধিত হয়েছে।
এর আগে সবচেয়ে জনপ্রিয় নাম ছিল নূহ বা নোয়াহ।
নামটির অন্যান্য
বিভিন্ন বানান যেমন মোহাম্মদ এবং মোহাম্মেদ, শীর্ষ ১০০-এর মধ্যে স্থান পেয়েছে। ওএনএস
এসব ভিন্ন বানানকে আলাদা নাম হিসেবে গণনা করলেও, তারা মুহাম্মাদ নামের সামগ্রিক জনপ্রিয়তায়
গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছে।
মেয়ে শিশুদের
নামকরণের ক্ষেত্রে ২০২২ সাল থেকে শীর্ষে রয়েছে অলিভিয়া। এরপর রয়েছে অ্যামেলিয়া এবং
আইলা।