× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক।

১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:১৩ পিএম । আপডেটঃ ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:১৪ পিএম

ফাইল ছবি/ সংগৃহীত

সম্প্রতি ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়নে এবার সীমান্তে সতর্ক হচ্ছে ভারত। অবশিষ্ট উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছেন তারা এবং জিরো পয়েন্টে নজরদারিও বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বাহিনীটি দাবি করে, বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির জন্য ভারতে অনুপ্রবেশ বাড়তে পারে। জানা যায়, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত ২৯ কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে দুইদিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে দেশটি। এর আগে ভোমরা সীমান্তের কাছে বসিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার সম্মুখীন হয় বিএসএফ। তবে জলপাইগুড়িতে নির্বিঘ্নে চলছে নির্মাণ কাজ।

জলপাইগুড়ির সংসদ সদস্য ডা. জয়ন্ত কুমার রায় জানান, কাঁটাতারের বেড়া বিহীন এলাকার মধ্যে কিছু অংশে নদী রয়েছে, সেই জায়গা বাদ দিয়ে বাকী এলাকায় বেড়া দেওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করেছিলাম। বর্তমানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। কাঁটাতারের বেড়া লাগানোর কাজটি সম্পন্ন হলে ভারতীয় সীমান্ত গ্রামগুলোতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অসহনীয় অত্যাচার চলছে, বাংলাদেশের নতুন সরকারের  কাছে দাবি করব দ্রুত ব্যবস্থা নিতে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার যুদ্ধ করেছি। স্বাধীনতার মানে স্বেচ্ছাচারিতা নয়, আমরা নিজেদের মধ্যে লড়াই করে টুকরো টুকরো হয়ে যাব এটা কাম্য নয়।

এদিন বিজেপির এই সংসদ সদস্য দাবি করেন বাংলাদেশ গত কয়েক বছর যেভাবে উন্নতি করেছিল এবং সেই উন্নতির ফলে ভারতও উপকৃত হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.