× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ড. ইউনূস আজ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন

ডেস্ক রিপোর্ট

১৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ এএম

ছবিঃ সংগৃহীত।

ডি- শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে মিশরের রাজধানী কায়রো তে অবস্থান করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (১৯ ডিসেম্বর) তিনি কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।

ড. মুহাম্মদ ইউনূসের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ জানিয়েছেন, অধ্যাপক ইউনূস আল-আজহার আল শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েবের আমন্ত্রণে ১৯ ডিসেম্বর ভাষণ দেবেন।

গত ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগদানকালে রিটজ কালর্টন হোটেলে গ্র্যান্ড ইমামের সঙ্গে সাক্ষাৎ হয় ড. মুহাম্মদ ইউনূসের। সে সময়ই আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিলেন গ্রান্ড ইমাম।

চলতি সফরে প্রধান উপদেষ্টা, ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনে যোগ দেবেন, যা ডি-৮ শীর্ষ সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলন মিশরের রাজধানীতে আজ (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি এসময় আরও জানিয়েছেন, ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকেই প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ কয়েকটি ডি-৮ সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।

গতকাল (১৮ ডিসেম্বর) রাত ১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ঐদিনই মিশররের স্থানীয় সময় বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা কায়রো পৌঁছান।

বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত সংস্থা ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.