× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আফগানিস্তানের পাল্টা হামলা, ১৯ পাকিস্তানি সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক।

২৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৮ পিএম । আপডেটঃ ২৮ ডিসেম্বর ২০২৪, ২০:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে গণমাধ্যম চায়না ডেইলির প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

উভয় দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ভারী অস্ত্রের ব্যবহার করেছে।

গত ২৫ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশের একাধিক এলাকায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালায় । এই হামলায় আফগানিস্তানে অন্তত ৪৬ জনের প্রাণহানি ঘটে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় পর দুই দেশের সীমান্তজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক এই হতাহতের ঘটনার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল আফগান তালেবান। সেই অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকালের দিকে আফগানিস্তানের সীমান্ত লাগোয়া প্রতিবেশী পাকিস্তানের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে হামলা চালায় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান নেতৃত্বাধীন বাহিনী। আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার কয়েকদিন পর শনিবার এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

শনিবার পাকিস্তানের সীমান্ত জেলা কুররামের অন্তত দু’টি স্থানে সংঘর্ষ হয়েছে বলে সীমান্তের এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছেন। তিনি বলেছেন, সংঘর্ষে পাকিস্তানের ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) একজন সৈন্যের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও সাতজন আহত হয়েছেন।

আর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের সীমান্তের ওপারে ‘বেশ কয়েকটি পয়েন্ট’, যেখান থেকে আফগানিস্তানে হামলা চালানো হয়েছিল...প্রতিশোধের লক্ষ্যবস্তু বানানো হয়েছে।’

আফগানিস্তানের খোস্ত প্রদেশের একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘শনিবার ভোরের দিকে এই সংঘর্ষের কারণে সীমান্ত এলাকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। তবে আফগান বাহিনীর হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।’

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর থেকে প্রতিবেশী এই দুই দেশের মাঝে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করছে ইসলামাবাদ। তবে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে।

পাকিস্তানের দাবি সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানের ভূখণ্ডে সেনাদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে এবং এর পেছনে ইন্ধন দিচ্ছে আফগানিস্তানের তালেবান। তাই এর জবাব দিতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কিন্তু আফগানিস্তান সরকার তা ভিত্তিহীন বলে দাবি করছে।

সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন দু’দেশের মধ্যে সংঘর্ষের পরিধি আরও বাড়তে পারে।


সূত্র: রয়টার্স, সিনহুয়া, এএফপি


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.