ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গুরুতর অসুস্থ। গত মঙ্গলবার জেরুজালেমের হাদাসাহ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায় তার প্রোস্টেট ফুলে বড় হয়ে যাওয়ার প্রভাবে মূত্রনালীর সংক্রমণে ভুগছেন তিনি।
আজ (২৯ ডিসেম্বর) অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট অপসারণ করা হবে। খবর টাইমস অব ইসরাইলের।
৭৫ বছর বয়সি নেতানিয়াহুর গত মার্চেও অস্ত্রোপচার হয়। সেবার তার হার্নিয়ায় অস্ত্রোপচার করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি। আর গত বছর তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হয়। এর আগে পানিশূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ওই সময়ই তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন থেকেই তার স্বাস্থ্য'র অবস্থা নিয়ে নানান জল্পনা-কল্পনা শুরু হয়।
এরপর গত জানুয়ারিতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয়, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন। তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃদপিণ্ডে আর কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না।
এদিকে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের মধ্যে এই স্বাস্থ্য সমস্যা নেতানিয়াহুর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলে সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরু হয়। প্রায় ১৫ মাস ধরে চলা এ যুদ্ধ বন্ধের জন্য বিশ্বের বিভিন্ন দেশ আহ্বান জানাচ্ছে। এছাড়া হামাস যেসব জিম্মিকে গাজায় ধরে নিয়ে গিয়েছিল তাদের পরিবারের সদস্যরাও যুদ্ধবিরতির চুক্তির দাবি জানাচ্ছে। তবে নেতানিয়াহু এসব দাবি উপেক্ষা করছেন।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিলে তার জোট সরকার ভেঙে যেতে পারে এবং এর ফলে তিনি প্রধানমন্ত্রীর পদ হারাতে পারেন। এই রাজনৈতিক বাস্তবতার কারণেই নেতানিয়াহু কঠোর অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে উঠেছে। অভিযোগ আমলে নিয়ে গত নভেম্বর মাসে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।