× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের সবচেয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ডেস্ক রিপোর্ট।

৩১ ডিসেম্বর ২০২৪, ২০:৩৩ পিএম

ভারতের সবচেয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 ভারতের সবচেয়ে দরিদ্রতম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।   আর মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে ধনী অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির (টিডিপির) এন চন্দ্রবাবু নাইডু। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) দেশটির ৩০ জন মুখ্যমন্ত্রীর সম্পদের খতিয়ান প্রকাশ করেছে।

এডিআরে তথ্য উদ্ধৃত করে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ১৫ লাখ টাকার সম্পত্তি রয়েছে। অন্যদিকে ধনীর তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, যার ৯৩১ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি আছে। দুজনের সম্পদের ব্যবধানও অনেক।

চন্দ্রবাবু নায়ডুর পরেই রয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু। এই বিজেপি নেতার মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকার বেশি।এছাড়া কংগ্রেসশাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মোট সম্পত্তির পরিমাণ ৫১ কোটি টাকার বেশি।

এদিকে ভারতের দ্বিতীয় ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী হলেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তার মোট সম্পত্তি ৫৫ লাখ টাকা মূল্যের। দেশটির তৃতীয় দরিদ্র মুখ্যমন্ত্রী হিসাবে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ের নাম এসেছে। তার সম্পদের পরিমাণ ১ কোটি ১৮ লাখ রুপি।

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দিল্লির অতিশী মার্লেনার নাম যার সম্পদের পরিমাণ ১ কোটি ৪১ লাখ রুপি। পঞ্চম স্থানে রয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তার সম্পদের পরিমাণ ১ কোটি ৪৬ লাখ রুপি। দরিদ্র মুখ্যমন্ত্রীর তালিকায় ৬ষ্ঠ স্থানে নাম রয়েছে মনিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের।

এডিআরের তথ্য বলছে, ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি পরিমাণ ৫২ কোটি ৫৯ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ভারতে মাথাপিছু আয়ের গড় এক লাখ ৮৫ হাজার ৮৫৪ টাকা।

 অপরদিকে এডিআর দাবি করেছে, ১৩ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.