একদল অস্ত্রধারী
মধ্য-আফ্রিকার দেশ চাদের রাজধানী এন'জামেনায় দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা চালিয়েছে।
এই ঘটনায় ১৯ জনের প্রাণহানি ঘটেছে যার মধ্যে বেশিরভাগই হামলাকারী।
ফরাসি বার্তা
সংস্থা এএফপির তথ্য, আজ (৯ জানুয়ারি) গভীর রাতে প্রেসিডেন্ট কার্যালয় ভবনের আশপাশের
এলাকা থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সেখানে বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সামরিক শাসনাধীন
মধ্য-আফ্রিকার দেশটির রাজধানী এন'জামেনার কেন্দ্রস্থলে বুধবার স্থানীয় সময় রাত ৮টার
কিছু আগে প্রেসিডেন্ট ভবনের কাছে ভারী অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
হয়েছে।
চাদের
সরকারের মুখপাত্র পররাষ্ট্রমন্ত্রী আব্দেরামান কৌলামাল্লাহ বলেছেন, অন্তত ২৪ সদস্যের একটি
কমান্ডো ইউনিট ‘‘অস্ত্র ও ছুরি" নিয়ে
প্রেসিডেন্ট প্রাসাদের রক্ষীদের ওপর হামলা চালিয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত তাদের নিষ্ক্রিয় করেছেন।
তিনি
বলেন, হামলাকারী দলটি বেসামরিক পোশাক পরেছিল এবং শহরের দক্ষিণের একটি দরিদ্র বসতি থেকে এসেছিল। কৌলামাল্লাহ এই হামলাকারীদের অসহায়
বদমাশ হিসাবে উল্লেখ করেছেন।
দেশটির
সরকারের এই মুখপাত্র বলেন,
হামলাকারীদের মধ্যে একজন নিহত ও ৬ জন
আহত হয়েছেন। সংঘর্ষে প্রেসিডেন্ট প্রাসাদের একজন নিরাপত্তা রক্ষী নিহত ও অপর তিনজন
আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সংঘর্ষের
কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম
ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে কৌলামাল্লাকে
সেনাসদস্যদের মাঝে সশস্ত্র অবস্থায় কথা বলতে দেখা যায়। সেনাসদস্য
পরিবেষ্টিত ও বেল্টে বন্দুক
গোঁজা অবস্থায় কৌলামাল্লাহ বলেন, ‘‘পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে... অস্থিতিশীলতা তৈরির চেষ্টা দমন করা হয়েছে।’’
এএফপিকে
তিনি বলেন, হামলার সময় চাদের প্রেসিডেন্ট মাহামত ইদ্রিস দেবী ইতনো প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেই ছিলেন। তবে এই বিষয়ে বিস্তারিত
আর কোনও তথ্য দেননি পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র: এএফপি