× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক।

২৯ জানুয়ারি ২০২৫, ১২:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতের ইউপি'র (উত্তর প্রদেশ) এলাহাবাদে প্রয়াগরাজ জেলায় মহাকুম্ভ মেলায় পায়ের তলায় পিষ্ট হয়ে হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আজ (২৯ জানুয়ারি) রাত ১ টায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, পূণ্যস্নানের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গঙ্গা নদীর তীরে জড়ো হতে থাকেন। বিরল আকাশগঙ্গা অ্যালাইনমেন্টের কারণে বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষের বাধ্যবাধকতা থাকার কারণে গঙ্গার তীরে ব্যপক ভীড় জমে।

বার্তাসংস্থা রয়টার্সের কিছু ছবি এবং ফুটেজে দেখা গেছে, স্ট্রেচারে করে আহত ও নিহতদের নিয়ে যাওয়া হচ্ছে। নদীর তীরে পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা ছিল। এক প্রত্যক্ষ্যদর্শী জানান, তিনি বেশ কয়েকটি মরদেহ অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছেন।

রাভীন নামের অপর এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, “আমি দেখলাম হঠাৎ করে ছোটাছুটি হচ্ছে..হৈ চৈ, মহিলাদের কান্না অনেক নারী ও শিশু ছিল ভিড়ের মধ্যে। হতাহতও মূলত হয়েছে তারাই।

ভারতীয় চান্দ্র পঞ্জিকা মোতাবেক গতকাল ছিল মৌনী অমাবস্যা। সনাতন ধর্মালম্বীরা বিশ্বাস করেন, এই বিশেষ সময়ে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও স্বরস্বতী নদীর মিলনস্থলে স্নান করলে অশেষ পূণ্য অর্জন হয় এবং পাপমুক্ত হয়ে মরণজন্মের চক্র থেকে মুক্তি পাবেন।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোন করে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এই ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা নিশ্চিত করা এবং নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাগম হিসেবে পরিচিত ভারতের কুম্ভ মেলা প্রতি ১২ বছর পর পর অনুষ্ঠিত হয়। এবারের মেলাটি মহাকুম্ভ মেলা যা ১৪৪ বছর পর পর বিশেষ সময়ে অনুষ্ঠিত হয়। সরকারি তথ্য মোতাবেক এবারের মহাকুম্ভ মেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৪ কোটি ৮০ লাখ পূণ্যার্থী অংশগ্রহণ করেছেন।

 

সূত্রঃ রয়টার্স, এএফপি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.