× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরিয়ায় সংবিধান বাতিলসহ সেনাবাহিনী ও আসাদের দল বিলুপ্ত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক।

৩১ জানুয়ারি ২০২৫, ১৩:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিরিয়ার দীর্ঘদিনের শাসক দল বাথ পার্টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বাতিল করা হয়েছে দেশটির বর্তমান সংবিধান। শুধু তাই নয়, সিরিয়ার সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী এবং ছোট-বড় সকল সশস্ত্র গোষ্ঠীকেও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের উত্তরসূরি হিসেবে দেশটির বিরোধীদলীয় কমান্ডার আহমেদ আল-শারাকে নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, আল-শারাকে এই ক্রান্তিকালে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই পরিষদ নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত দেশের আইন-কানুন পরিচালনা করবে।

দামেস্ক থেকে আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ বলেছেন, এই পরিবর্তন সিরিয়ার ভবিষ্যৎ পথচলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ নতুন প্রশাসন কেমন হবে, তা নিয়ে এতদিন ধরে যে অনিশ্চয়তা ছিল, তা এখন দূর হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা বুধবার কমান্ডার হাসান আবদেল গনির বরাত দিয়ে জানিয়েছে, নির্বাচন না হওয়া পর্যন্ত আল-শারাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া আল-শারাকে ক্রান্তিকালীন পর্যায়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে। নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত সেই কাজটি সম্পাদন করবে তারা।

এই ঘোষণার মাধ্যমে সিরিয়ায় প্রায় ছয় দশকের বেশি সময় ধরে চলা বাথ পার্টির শাসনের অবসান হলো। উল্লেখ্য, বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার আগে এই দলটি ৬০ বছরেরও বেশি সময় ধরে সিরিয়ার ক্ষমতায় ছিল।

তবে সিরিয়ায় কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা এখনও নিশ্চিত নয়। আল-শারা এর আগে গত বছরের ডিসেম্বরে সৌদি আরবের সম্প্রচারকারী আল আরাবিয়ার সাথে আলাপকালে বলেছিলেন, যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে নির্বাচন আয়োজন করতে চার বছরের মতো সময় লাগতে পারে। এমনকি নতুন সংবিধান প্রণয়নেও তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে তিনি জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.