বিশ্বের শীর্ষ
ধনী, স্পেসএক্সের স্বত্ত্বাধিকারী, মাইক্রোব্লগিং সাইট এক্সের মালিক, টেসলা কোম্পানি'র
সিইও ইলন মাস্ক বাকস্বাধীনতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নোবেল শান্তি পুরস্কারের
জন্য মনোনয়ন পেয়েছেন। দ্য নরওয়েজিয়ান নোবেল ইন্সটিটিউট এই তথ্য নিশ্চিত করে মাস্ককে
ইমেইল পাঠিয়েছে।
স্লোভেনিয়ার
রাজনীতিনিবিদ এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইউ) পার্লামেন্ট সদস্য ব্র্যাঙ্কো
গ্রিমস বৃহস্পতিবার মাইক্রো ব্লগিংসাইট এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
এক্সবার্তায়
গ্রিমস বলেন, “বাক স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার এবং ইলন মাস্ক দীর্ঘদিন ধরে এ অধিকারের
বিস্তার ও সুরক্ষায় কাজ করছেন। নোবেল শান্তি পুরস্কারের জন্য তার টিম নরওয়ের নোবেল
কমিটি বরাবর পিটিশন জমা দিয়েছিল এবং নোবেল কমিটি তাতে সায় দিয়ে মাস্ককে ২০২৫ সালের
শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
গেল বছরের
ডিসেম্বরে গ্রিমস ব্রাসেলসে এক অনুষ্ঠানে বলেছিলেন যে ‘বাক স্বাধীনতা’র
বিস্তার ও সুরক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার মাস্কের প্রাপ্য। তিনি বলেছিলেন, “মাস্ক
যেন আগামী বছর শান্তিতে নোবেল জয় করতে পারেন, সেজন্য নোবেল কমিটির কাছে আমি প্রস্তাব
পাঠাব।”
প্রসঙ্গত,
প্রতি বছর পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি এই ৫ ক্ষেত্রে অনন্য ভুমিকা রাখার
জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন নোবেল পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে নরওয়েজিয়ান
নোবেল ইন্সটিটিউট শান্তিতে নোবেল প্রদান করে। আর সুইডেনের সুইডিশ রয়েল অ্যাকাডেমি বাকি
পাঁচ ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করে।