× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপনে বাংলাদেশে এনসিএ, নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের তথ্য

আন্তর্জাতিক ডেস্ক।

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ এএম

ছবিঃ সংগৃহীত।

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) কর্মকর্তারা দেশটির সাবেক সিটি মিনিস্টার শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে বাংলাদেশে এসে দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। সংবাদমাধ্যম ‘দ্য মেইল অন সানডে' গতকাল (১ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে।

জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে যুক্তরায্যের এনসিএ'র কর্মকর্তাদের বাংলাদেশের কর্মকর্তা জানিয়েছেন, তাদের কাছে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য আছে।

দ্য মেইল অন সানডে'  জানিয়েছে, ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, ইমেইলের তথ্য যাচাই এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে।

২০১৩ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেন। সেখানে টিউলিপ সিদ্দিক উপস্থিত থাকায় বলা হচ্ছে টিউলিপ সেখানে মধ্যস্থতা করে ব্যপক পরিমাণে অর্থ আত্মসাৎ করেছেন। পুরো শেখ পরিবারের বিরুদ্ধেই রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

বাংলাদেশের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ব্রিটিশ দলটি ব্রিটেনে বালাদেশি কর্মকর্তাদের দ্বারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন। এছাড়া তারা টিউলিপের বিরুদ্ধে হয়ত তদন্ত করতে পারে।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে তার ১০ বছর বা তারও বেশি সময়ের জেল হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশি এক কর্মকর্তা জানান, এই গোপন বৈঠকটি আয়োজনের প্রস্তাব  যুক্তরাজ্যের এনসিএ-এর কর্মকর্তারাই দিয়েছিল। প্রস্তাব গ্রহণ করে ঢাকার ব্রিটিশ হাইকমিশন এসবের আয়োজনের করে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.