ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয়
রাজ্য আসামে গতকাল (৩ ফেব্রুয়ারি) শহরের
একটি হোটেলে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরির অভিযোগে স্থানীয় দুই পুরুষ এবং ২২ বছর বয়সী
এক বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করেছে। গুয়াহাটির দিসপুর পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আজ
(৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই
তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি
বলছে, নীল ছবি
তৈরির দায়ে ভারতে এক বাংলাদেশি তরুণীকে
আটক করা হয়েছে। ২২ বছর বয়সী
ওই তরুণী হোটেল কক্ষে ২ পুরুষের সঙ্গে
নীল ছবি তৈরি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ
সূত্রে খবর, ধৃত নারীর নাম মীন আক্তার। তিনি বাংলাদেশের বাসিন্দা। এই ঘটনায় জড়িত
সন্দেহে আরও ২ জনকে গ্রেফতার
করা হয়েছে। তারা সম্ভবত ভারতীয় নাগরিক।
পুলিশের
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিরা গুয়াহাটির একটি হোটেলে ঘর ভাড়া নিয়েছিলেন।
সেখানে তারা অশ্লীল ভিডিও তৈরি করার পরিকল্পনা করছিলেন।
বেশ কয়েকটি
সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মীন আক্তার চাকরির সূত্রে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তার কাছে বৈধ ভিসা বা পাসপোর্ট ছিল
না।
এই
ঘটনায় আরও বৃহত্তর কোনও চক্র জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে
পুলিশ।