× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুরো কাশ্মির আমাদের অংশ হবে- পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক।

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (৫ ফেব্রুয়ারি) আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনীর কাশ্মির আন্দোলনে শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তিনি বলেন, ভারতের জম্মু কাশ্মির পাকিস্তানের অংশ হবে।

এদিন জেনারেল মুনীর বলেন, ভারতের জম্মু কাশ্মিরের মানুষ পাকিস্তানে যোগ দিতে যে লড়াই করছে সেটিতে তারা সবসময় সমর্থন দিয়ে যাবেন এবং একদিন অবশ্যই পুরো কাশ্মির পাকিস্তানের অংশ হবে।

তিনি বলেন, “কোনো সন্দেহ নেই, কাশ্মিরের মানুষের ইচ্ছা লক্ষ্য অনুযায়ী, এটি একদিন স্বাধীন পাকিস্তানের অংশ হবে।

পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে, তাদের বিরুদ্ধে তারাও পাল্টা শক্তি প্রয়োগ করবেন এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যেকোনো মূল্যে রক্ষা করবেন।

এদিন জেনারেল অসীম মুনীর ভারতের অধীনে থাকা জম্মু কাশ্মিরের বিভিন্ন নেতা ও উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে তাদের আশ্বস্ত করেন, তাদের স্বাধীনতার সংগ্রামে পাকিস্তান সবসময় পাশে আছে। জেনারেল মুনীর বলেন, জম্মু কাশ্মিরে কট্টর হিন্দুবাদীদের অত্যাচার নির্যাতন বেড়ে চলছে। কিন্তু এসব অত্যাচার সেখানকার মানুষের মনোবলকে আরও শক্তিশালী করে স্বাধীনতা সংগ্রামের প্রেরণা যোগাবে।


সূত্রঃ দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.