× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বখ্যাত দানবীর প্রিন্স করিম আগা খান আর নেই

আন্তর্জাতিক ডেস্ক।

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিশ্বখ্যাত আধ্যাত্মিক নেতা, দানবীর এবং শিয়া ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের ইমাম প্রিন্স করিম আল হুসেইনি (আগা খান চতুর্থ) ৮৮ বছর বয়সে পরলোকগমন করেছেন। আজ ( ফেব্রুয়ারি) ইউরোপের দক্ষিণাঞ্চলীয় দেশ পর্তুগালের লিসবনে তার জীবনাবসান হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

আগা খান ছিলেন শিয়া ইসমাইলি সম্প্রদায়ের ৪৯তম পুরুষানুক্রমিক ইমাম। তার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা আগা খান ডেভলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

প্রিন্স করিম আগা খান ১৯৩৬ সালের ডিসেম্বরে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তবে তার শৈশব কাটে কেনিয়ার নাইরোবিতে। তিনি ছিলেন ব্রিটিশ নাগরিক। দানশীলতার জন্য তার খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। উন্নয়নশীল দেশগুলোতে বহু হাসপাতাল, শিক্ষা সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি।

বিশ্বের ৩৫টি দেশে অবস্থানরত প্রায় দেড় কোটি ইসমাইলি সম্প্রদায়ের ইমাম ছিলেন তিনি। ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে তার দাদার স্থলাভিষিক্ত হয়েছিলেন আগা খান। শৈশব নাইরোবিতে কাটালেও পরে তিনি সুইজারল্যান্ডে ফিরে যান এবং সেখানকার একটি স্কুলে পড়াশোনা করেন। পরে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিক্ষা নিয়ে লেখাপড়া করেন তিনি। একই বছর ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে বংশগত নয় এমনহিজ হাইনেসখেতাব দিয়েছেন।

আগা খান ছিলেন একাধারে ব্রিটিশ, সুইস এবং কেনীয় নাগরিক। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং তার প্রয়াত মা রানি দ্বিতীয় এলিজাবেথের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। বিলাসী জীবনে অভ্যস্ত ছিলেন প্রিন্স আগা খান। বাহামাসে একটি ব্যক্তিগত দ্বীপ, একটি সুপার-ইয়ট এবং ব্যক্তিগত বিমান ছিল তার। উত্তরাধিকার সূত্রে পাওয়া তার সম্পদ আরও বৃদ্ধি পেয়েছিল ব্যবসা, বিশেষ করে ঘোড়া পালন রেসিং শিল্পে বিনিয়োগের মাধ্যমে।

তার সম্পদের পরিমাণ আনুমানিক ৮০০ মিলিয়ন ডলার থেকে ১৩ বিলিয়ন ডলার পর্যন্ত হয়েছিল বলে জানিয়েছে রয়টার্স।



সূত্রঃ রয়টার্স

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.