পাকিস্তানের
সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির কাশ্মিরের ভারতের অংশ নিয়ে আরও
১০টি যুদ্ধ করার ঘোষণা দিয়ে বলেন, কাশ্মির
নিয়ে ৩টি যুদ্ধ করেছি, প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করবে পাকিস্তান।
আসিম মুনির
বলেন পাকিস্তান ভারতের সামরিক শক্তিকে ভয় পায়না। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস
ট্রিবিউন আজ (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এক্সপ্রেস
ট্রিবিউন বলছে, পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরের মুজাফফরাবাদের প্রবীণ ও নাগরিকদের
উদ্দেশ্যে দেওয়া ভাষণে পারমাণবিক অস্ত্রক্ষমতা সম্পন্ন দেশটির সেনাপ্রধান আশ্বাস দেন,
দেশ ও জাতির সামনে বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করার মধ্যেই ভারতীয়
রাষ্ট্রীয় মদদপুষ্ট নিপীড়নের বিরুদ্ধে তাদের ন্যায্য এবং বৈধ কারণে কাশ্মিরি ভাইদের
পাশে সর্বদা অবিচলভাবে পাশে থাকবে।
পাকিস্তানের
সেনাপ্রধান বলেন, “পাকিস্তান
ইতোমধ্যে কাশ্মিরের জন্য তিনটি যুদ্ধ করেছে এবং যদি আরও ১০টি যুদ্ধের প্রয়োজন হয়
তবে পাকিস্তান সেই লড়াই করবে। পাকিস্তান ভারতের সামরিক শক্তি বা তার প্রযুক্তিকে ভয়
পাবে না।”
এদিন আসিম
মুনির বলেন্, “কাশ্মির হচ্ছে পাকিস্তানের শিরাগুলোর প্রধান শিরা। এই শিরা কেটে গেলে
মৃত্যু ঘটে। কাশ্মির আমাদের জীবন। কোনও সন্দেহ নেই— কাশ্মির একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানের
অংশ হবে। পাকিস্তানই কাশ্মিরের জনগণের ভাগ্য।”
উল্লেখ্য,
দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দু'টি দেশ পাকিস্তান ও ভারত দীর্ঘদিনের বিতর্কিত কাশ্মিরের
পুরোটাই দাবি করলেও দুই দেশেরর দখলেই কাশ্মিরের দুটি ভাগ
রয়েছে। তারা এই হিমালয় অঞ্চল
নিয়ে তিনটি যুদ্ধের মধ্যে দু'টিতে একে
অপরের বিরুদ্ধে লড়াই করেছে। এদিকে ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের মধ্যে দিয়ে চীন কাশ্মিরের আকসাই-চিন অংশটির নিয়ন্ত্রণ কায়েম করে। আর তার পরের
বছর পাকিস্তান - কাশ্মিরের ট্রান্স-কারাকোরাম অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয়।
সেই
থেকে কাশ্মিরের নিয়ন্ত্রণ পাকিস্তান, ভারত ও চীন - এই
তিন দেশের মধ্যে ভাগ হয়ে আছে।