× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোয়াটসঅ্যাপে আপত্তিকর ম্যাসেজ পাঠানোয় বরখাস্ত যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক।

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০ পিএম । আপডেটঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গোয়েনকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। গতকাল (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে গোয়েনকে লেবার পার্টি থেকেও বহিষ্কার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির গতকাল (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মেইল অন সানডে পত্রিকায় গোয়েনের আপত্তিকর বার্তার বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পরই তাকে বরখাস্ত করা হয়। গোয়েনের বিরুদ্ধে ভোটার, সহকর্মী এমপি কাউন্সিলরদের হেয় করার অভিযোগ উঠেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, সরকারি পদে থাকা ব্যক্তিদের জন্য উচ্চমান বজায় রাখার বিষয়ে প্রধানমন্ত্রী দৃঢ়প্রতিজ্ঞ। কেউ সেই মান পূরণ করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গোয়েন এক্সে (সাবেক টুইটার) দুঃখ প্রকাশ করে বলেছেন, তার মন্তব্য ভুল ছিল। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন। লেবার পার্টির একজন মুখপাত্র জানিয়েছেন, গোয়েনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার মন্তব্য তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ দলের নিয়ম ভাঙলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.