× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক।

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তানে সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের জন্য স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা বাতিল করা হয়েছে। এতদিন ধরে যে নিয়ম ছিল, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী কর্মরত অবস্থায় মারা গেলে তার পরিবারের সদস্যরা কোনো পরীক্ষা ছাড়াই চাকরি পেতেন। এখন সেই নিয়ম বাতিল করা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের গতকালের (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত খবর অনুযায়ী, সুপ্রিম কোর্টের একটি রায় বাস্তবায়নে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছরের ১৮ অক্টোবর সুপ্রিম কোর্ট এক রায়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতি কোটা পদ্ধতি বাতিল করে। আদালত জানায়, কোনো মৃত সরকারি কর্মীর স্ত্রী বা স্বামী অথবা অবসরপ্রাপ্ত কর্মীর সন্তান কোনো ধরনের পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি পাবে, এমন নিয়ম বৈষম্যমূলক এবং অসাংবিধানিক।

সরকারের নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সরকারি চাকরি পেতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে, মৃত কর্মচারীদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সহায়তা প্যাকেজের অধীনে অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য হবেন। এছাড়া, সন্ত্রাসী হামলায় নিহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবারের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। সুপ্রিম কোর্টের রায়ের আগে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের চাকরিও বহাল থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.