পাকিস্তানে
সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের জন্য স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা বাতিল করা হয়েছে। এতদিন ধরে যে নিয়ম ছিল,
কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী কর্মরত
অবস্থায় মারা গেলে তার পরিবারের সদস্যরা কোনো পরীক্ষা ছাড়াই চাকরি পেতেন। এখন সেই নিয়ম বাতিল করা হয়েছে।
পাকিস্তানি
সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের গতকালের (৮ ফেব্রুয়ারি)
প্রকাশিত খবর অনুযায়ী, সুপ্রিম কোর্টের একটি রায় বাস্তবায়নে এই সিদ্ধান্ত নিয়েছে
সরকার। গত বছরের ১৮
অক্টোবর সুপ্রিম কোর্ট এক রায়ে সরকারি
চাকরিতে স্বজনপ্রীতি ও কোটা পদ্ধতি
বাতিল করে। আদালত জানায়, কোনো মৃত সরকারি কর্মীর স্ত্রী বা স্বামী অথবা
অবসরপ্রাপ্ত কর্মীর সন্তান কোনো ধরনের পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি পাবে, এমন নিয়ম বৈষম্যমূলক এবং অসাংবিধানিক।
সরকারের
নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সরকারি চাকরি পেতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে, মৃত কর্মচারীদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সহায়তা প্যাকেজের অধীনে অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য হবেন। এছাড়া, সন্ত্রাসী হামলায় নিহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবারের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য
হবে না। সুপ্রিম কোর্টের রায়ের আগে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের চাকরিও বহাল থাকবে।