× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পূর্ব ইউরোপে ৪০০০০ সেনা পাঠাবে নেটো

২৪ মার্চ ২০২২, ২৩:৩৯ পিএম

এক মাস পার হলেও ইউক্রেনে রুশ আগ্রাসন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ পরিস্থিতিতে নেটোর নেতারা পূর্ব ইউরোপে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে একমত হয়েছেন।

বিবিসি জানায়, ব্রাসেলসে ইউক্রেইন যুদ্ধ নিয়ে বৃহস্পতিবারের জরুরি বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে নেতারা বলেছেন, “আমরা নেটোর প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় পদক্ষেপ নিয়েছি।”

নেটো রেসপঞ্জ ফোর্সের কিছু সাজ-সরঞ্জাম মোতায়েনসহ পূর্বাঞ্চলে ৪০ হাজার সেনা পাঠিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছেন নেতারা।

সিএনএন জানিয়েছে, ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের জবাবে এই প্রথম প্রতিরক্ষার খাতিরে নেটো রেসপঞ্জ ফোর্সকে (এনআরএফ) কাজে লাগানো হচ্ছে।

বহুজাতিক এই বাহিনী স্থলপথ, আকাশ এবং সমুদ্র তিন বাহিনী নিয়ে গঠিত এবং এতে আছে বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনীও। প্রয়োজনমতো এই বাহিনীকে দ্রুত কোনও স্থানে মোতায়েন করা যায়।

নেটোর সুপ্রিম এলায়েড কমান্ডার জেনারেল টড ওয়াল্টার বলেছেন, “এ এক ঐতিহাসিক মুহূর্ত। এবারই প্রথম উচ্চ-প্রস্তুতিস্পন্ন এবং প্রযুক্তিগত দিক থেকে উন্নত এই বাহিনীকে প্রতিরক্ষার জন্য নিয়োজিত করা হচ্ছে।” এর আগে নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ এক সংবাদ সম্মেলনে হাঙ্গেরি, স্লোভাকিয়া, বুলগেরিয়া এবং রোমানিয়ায় আরও সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বৃহস্পতিবার জরুরি বৈঠকের পর তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন। ইউক্রেইনকে আরও সাহায্য করার জন্য নেতারা কী কী বিষয়ে একমত হয়েছেন সেগুলোও উল্লেখ করেছেন স্টলটেনবার্গ।

তিনি জানান, বর্তমানে নিরাপত্তায় নতুন বাস্তবিক পরিস্থিতিতে পূর্ব ইউরোপ অংশের স্থলভাগে উল্লেখযোগ্য পরিমাণে আরও বেশি বাহিনীর উপস্থিতি থাকবে। এবং তারা উচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে রাখবে।

তাছাড়া, আকাশপথের সুরক্ষার জন্য আরও জঙ্গি বিমান মোতায়েন করা হবে এবং সমুদ্রে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, সাবমেরিন ও যুদ্ধজাহাজের অবিরাম উপস্থিতি থাকবে।

এর পাশাপাশি আরও বেশি সামরিক সাজ-সরঞ্জাম সরবরাহ করাসহ সাইবার সুরক্ষাও জোরদার করা হচ্ছে এবং রাসায়নিক ও জীবাণু অস্ত্রর হুমকি থেকেও ইউক্রেইনকে সুরক্ষিত রাখতে নেটো সহায়তা করবে বলে জানান মহাসচিব স্টলটেনবার্গ।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.