× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাশ্মির নিয়ে চীনের মন্তব্যে ক্ষুব্ধ ভারত

২৫ মার্চ ২০২২, ০০:৪৩ এএম । আপডেটঃ ২৫ মার্চ ২০২২, ০১:৪৩ এএম

পাকিস্তানে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের বৈঠকে প্রধান বক্তা জিসেবে ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেখানে তিনি বলেন,  কাশ্মির নিয়ে ইসলামিক দেশের বন্ধুদের আশঙ্কার কথা আমরা শুনতে পাচ্ছি। 

চীনা পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পরই এ বিষয়ে বুধবার বিবৃতি দিয়েছে ভারত। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলছেন, কাশ্মির অখণ্ড ভারতের অংশ। তা নিয়ে আলোচনাও ভারতের অভ্যন্তরীণ বিষয়। অন্য কোনো দেশের এ বিষয়ে কথা বলার বা আলোচনা করার সুযোগ নেই। অধিকারও নেই। পাকিস্তানে চীনের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কাশ্মিরের প্রসঙ্গ উত্থাপন করেছেন, তার তীব্র বিরোধিতা করেছে ভারত।  

অরিন্দম আরও অভিযোগ করছেন, এর আগেও একাধিকবার কাশ্মির নিয়ে অনৈতিক আলোচনা করেছে চীন। এ বিষয়ে চীন সবসময়ই পাকিস্তানের পাশে থাকে।   

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.