ইউক্রেন
যুদ্ধের কারণে রাশিয়ার ওপর দেওয়া কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
আজ (৪ মার্চ) বার্তাসংস্থা
রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউস পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়কে
একটি তালিকা প্রস্তুত করতে বলেছে, যেখানে নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে আলোচনা করা হবে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে মস্কোর কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কোন্নয়নের
বিস্তৃত আলোচনার অংশ হিসেবে আগামী দিনগুলোতে এসব বিষয়ে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে বলে সূত্রগুলো জানিয়েছে।
নিষেধাজ্ঞা
সম্পর্কিত দপ্তরগুলো এখন নির্দিষ্ট কিছু সংস্থা ও ব্যক্তির ওপর
নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি প্রস্তাব তৈরি করছে, যার মধ্যে কয়েকজন রুশ অলিগার্কও রয়েছেন বলেও সূত্রগুলো জানিয়েছে।
নিষেধাজ্ঞা
নীতির সঙ্গে জড়িত কর্মকর্তারা সাধারণত এমন সম্ভাব্য বিকল্প নথি প্রস্তুত করে থাকেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে হোয়াইট হাউসের তরফ থেকে এ ধরনের একটি
নির্দিষ্ট অনুরোধ ট্রাম্প ও তার উপদেষ্টাদের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের ইচ্ছাকে তুলে ধরে, যা মস্কোর সঙ্গে
সম্ভাব্য চুক্তির অংশ হতে পারে।
রাশিয়ার
বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী
দেশ। যদি তাদের এই তেল শিল্পের
ওপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাহলে জ্বালানির দাম বাড়া ঠেকানো যাবে।
২০২২
সালে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তৎকালীন প্রেসিডেন্ট
জো বাইডেন ও তার প্রশাসন
মস্কোর ওপর শত শত নিষেধাজ্ঞা
আরোপ করেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই রাশিয়ার সঙ্গে আবারও ভালো সম্পর্ক গড়ার দিকে নজর দেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এক মাস না
যেতেই গত ১২ ফেব্রুয়ারি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। তিনি প্রতিশ্রুতি দেন দ্রুত সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন।