স্কটল্যান্ডে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টার্নবেরি গলফ রিসোর্টে হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জন্য
ফিলিস্তিনপন্থি সংগঠন "প্যালেস্টাইন অ্যাকশন" দায় স্বীকার করেছে, যারা ট্রাম্পের গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরানোর পরিকল্পনার প্রতিবাদে এ হামলা চালিয়েছে।
গতকাল (৮
মার্চ) সংগঠনটি এক বিবৃতিতে হামলার
দায় স্বীকার করে। তাদের দাবি, ট্রাম্পের গাজা নিয়ে করা বিতর্কিত মন্তব্য এবং পরিকল্পনার কারণে ক্ষুব্ধ ফিলিস্তিনি জনগণ ও তাদের সমর্থকরা
এই হামলা করেছে।
টার্নবেরি
রিসোর্টের ওপর হামলার পর, রিসোর্টের দেয়ালে লাল রঙ দিয়ে ফিলিস্তিনের
সমর্থনে বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়। রিসোর্টের সবুজ মাঠে লাল রঙে লেখা ছিল, ‘‘গাজা বিক্রির জন্য নয়।" সংগঠনটির
কর্মীরা জানান, ট্রাম্প গাজাকে তার নিজস্ব সম্পত্তি মনে করেন এবং সেখানে যা খুশি তা
করতে চান, তাদের এই প্রতিবাদ সেই
বিষয়টির বিরুদ্ধে ছিল।
প্যালেস্টাইন
অ্যাকশন সদস্যরা বলেন, ‘‘আমরা ট্রাম্পকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাই যে, আমাদের প্রতিরোধ থেকে তার সম্পত্তিও নিরাপদ নয়।"
এ
ঘটনার পর ট্রাম্প হামলাকে
‘‘বাচ্চাসুলভ, অপরাধমূলক" কার্যক্রম
হিসেবে অভিহিত করেন এবং দাবি করেন, এতে তার পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। স্কটল্যান্ড পুলিশ ঘটনার তদন্ত করছে এবং রিপোর্ট পেয়েছে বলে জানিয়েছে।
উল্লেখ্য,
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামলা চালালে প্রায় ১,২০০ ইসরায়েলি
বসতি নির্মাতা নিহত হন এবং ২৫০
জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এর পরের দিন
থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় ব্যাপক হামলা শুরু করে, যার ফলে ৪৮ হাজারের বেশি
ফিলিস্তিনি নিহত হন। গত ১৯ জানুয়ারি
থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও, গাজার মানুষের ভবিষ্যত এখনও অনিশ্চিত। এই পরিস্থিতির মধ্যে,
ট্রাম্প গাজা দখলের জন্য তার প্রস্তাব দেন, যা ফিলিস্তিনিরা দৃঢ়ভাবে
প্রত্যাখ্যান করেছে।