চলছে
রহমত, মাগফেরাত এবং নাজাতের মাস মাহে রমজান। রোজা ইসলামের মৌলিক ইবাদতের অন্যতম এবং এ কারণে বিশ্বের
মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে রোজা পালন করেন। কিন্তু এই রমজান মাসেই
ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে আয়োজিত
একটি অশ্লীল ফ্যাশন শো নিয়ে তীব্র
বিতর্ক সৃষ্টি হয়েছে। আজ (১০ মার্চ) এক
প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ফ্যাশন
শোটি জম্মু ও কাশ্মিরের গুলমার্গ
স্কি রিসোর্টে অনুষ্ঠিত হয় এবং এতে
বরফের মধ্যে অর্ধ-নগ্ন পুরুষ ও নারীরা পাতলা
পোশাক পরে র্যাম্পে হাঁটতে দেখা যায়। এই ঘটনা নিয়ে
রাজনৈতিক ও ধর্মীয় মহলে
ব্যাপক সমালোচনা উঠেছে। এদিকে, জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী
ওমর আবদুল্লাহ এ ঘটনায় প্রতিক্রিয়া
জানিয়ে বলেছেন, তিনি জনগণের ক্ষোভ ও আঘাত সম্পূর্ণরূপে
বুঝতে পারছেন।
মুখ্যমন্ত্রী
আরও জানান, তিনি ২৪ ঘণ্টার মধ্যে
এই বিষয়ে একটি প্রতিবেদন তলব করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, "আমি যে ছবিগুলো দেখেছি,
তাতে স্থানীয় সংবেদনশীলতার প্রতি অবজ্ঞা প্রকাশ করা হয়েছে, এবং তা এই পবিত্র
মাসে।"
বিশেষভাবে,
শ্রীনগরের জামে মসজিদের প্রধান খতিব এবং কাশ্মিরের স্বাধীনতাকামী গোষ্ঠী হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান উমর ফারুক এই ফ্যাশন শোকে
অপমানজনক বলে উল্লেখ করেছেন এবং বলেন, "অপমানজনক! পবিত্র রমজান মাসে গুলমার্গে এই অশ্লীল ফ্যাশন
শো আয়োজন করা হয়েছে, যা ভাইরাল হয়ে
ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।" তিনি আরও বলেন, "কাশ্মিরের সুফি, সাধু সংস্কৃতি ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির
প্রতি এটি সম্পূর্ণ অবজ্ঞা।"
এছাড়া,
সমাজকর্মী রাজা মুজাফফর ভাট এই অনুষ্ঠানকে কাশ্মিরের
নৈতিক ও নীতিগত মূল্যবোধ
ধ্বংস করার চেষ্টা বলে অভিহিত করেছেন। তিনি এক পোস্টে লিখেছেন,
“পবিত্র রমজানে গুলমার্গে এই নগ্ন ফ্যাশন
শো আয়োজনের অনুমতি কে দিয়েছিল? কেন
আমাদের নৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করা হচ্ছে?”
মুখ্যমন্ত্রী
ওমর আবদুল্লাহ তার কার্যালয় থেকে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং এ বিষয়ে যথাযথ
ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।