ভারতের
রাজধানী দিল্লির একটি হোটেলে ব্রিটিশ এক নারী পর্যটককে
সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, দিল্লির মহিপালপুরে ওই নারীকে দুই
পুরুষ ধর্ষণ করেন।
ভারতীয়
সংবাদমাধ্যম এনডিটিভি আজকের (১৩ মার্চ) এক প্রতিবেদনে
জানায়, অভিযুক্তদের একজন ইনস্টাগ্রামে নির্যাতিতার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিল এবং তার সঙ্গে দেখা করতে তিনি ভারতে এসেছিলেন।
পুলিশ
ইতোমধ্যে দুই অভিযুক্ত, কৈলাস এবং তার বন্ধু ওয়াসিমকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে ব্রিটিশ পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, ওই নারী ভারতের
মহারাষ্ট্র ও গোয়া সফর
শেষে দিল্লিতে আসেন। তিনি কৈলাসকে তার সঙ্গে ঘুরতে যেতে বলেছিলেন, তবে কৈলাস ভ্রমণ করতে অক্ষম হয়ে তাকে দিল্লিতে আসতে বলেন।
মঙ্গলবার
(১১ মার্চ) দিল্লি
পৌঁছানোর পর ওই নারী
মহিপালপুরের একটি হোটেলে ওঠেন এবং পরে কৈলাস তাকে ফোন করে ওয়াসিমকে সঙ্গে নিয়ে হোটেলে আসেন। সেখানে তারা তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
পরদিন
সকালে ওই নারী বসন্ত
কুঞ্জ থানায় গিয়ে অভিযোগ করেন। পুলিশ ব্রিটিশ হাইকমিশনকে এই বিষয়ে অবহিত
করেছে এবং তারা ব্রিটিশ নাগরিককে সহায়তা প্রদান করছে। জানা গেছে, কৈলাস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
এটি
এমন এক সময়ে ঘটেছে
যখন ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরের সানাপুর লেক এলাকায় গত সপ্তাহে ইসরায়েলি
এক নারী পর্যটকসহ দুই নারীকে ধর্ষণ এবং একজনকে হত্যার ঘটনা ঘটে। এরপর, অনেক বিদেশি পর্যটক ঐ ঐতিহ্যবাহী স্থান
ছেড়ে চলে গেছেন বলে সংবাদ মাধ্যমে খবর আসে। এখন ব্রিটিশ নারীর ধর্ষণের ঘটনার পর, ভারতে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।