যুক্তরাষ্ট্রের
বোমা হামলায় ইয়েমেনের হুতিদের ওপর কমপক্ষে ২৩ জন প্রাণ
হারিয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।
এ ছাড়া, আরও অনেকে আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স আজ (১৬ মার্চ) এক
প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে
উল্লেখ করা হয়েছে, গাজা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পর যুক্তরাষ্ট্র ১৫
মার্চ, শনিবার, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়।
এর
আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, লোহিত সাগরে জাহাজগুলোর ওপর হামলা হলে “নরক নেমে আসবে”।
মার্কিন
হামলার পর প্রাথমিকভাবে নিহতের
সংখ্যা ১৯ বলে জানানো
হয়েছিল। তবে হুতিদের সহযোগী আল মাসিরাহ টিভি
জানায়, ইয়েমেনের সাদায় হামলায় নিহতের সংখ্যা ছয় থেকে বেড়ে
১০ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে চারজন শিশু এবং একজন নারী রয়েছেন। এছাড়া, হামলায় অন্তত ১৩ জন আহত
হয়েছেন।
এছাড়া,
রাজধানী সানায় আরও ১৩ জন নিহত
হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।