× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জনসম্মুখে হিজাববিহীন নারীদের শনাক্ত করতে ড্রোন-অ্যাপ ব্যবহার করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক।

১৬ মার্চ ২০২৫, ১৩:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইরান সরকার বরাবরই নারীদের হিজাব পরা এবং পোশাকবিধি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে। আইনের অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নজিরও রয়েছে। এবার নারীদের পোশাকের ওপর নজরদারি করতে ড্রোন এবং অ্যাপ ব্যবহারের উদ্যোগ নিয়েছে ইরান। 

শনিবার (১৫ মার্চ) মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়, নারীদের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে ইরান সরকার একটি বিশেষ অ্যাপ, 'নাজের' ব্যবহার করতে জনগণকে উৎসাহিত করছে। এই অ্যাপের মাধ্যমে নিরাপত্তা কর্মকর্তারা ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নজরদারি' কৌশল প্রয়োগ করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, তেহরান এবং দক্ষিণ ইরানে হিজাব মেনে চলা পর্যবেক্ষণের জন্য ড্রোন এবং নিরাপত্তা ক্যামেরার ক্রমবর্ধমান ব্যবহারও দেখা যাচ্ছে। 

এছাড়া, ২০২২ সালের সেপ্টেম্বরে মাহশা আমিনির মৃত্যুতে বিক্ষোভ শুরু হওয়ার আড়াই বছর পরেও ইরানে নারীরা নিয়মিত বৈষম্যের শিকার হচ্ছেন। ইরানের প্রধান সড়কগুলোতে অনাবৃত নারীদের খোঁজে নজরদারি ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.