× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলায় নিহত দুই শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক।

১৮ মার্চ ২০২৫, ১২:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল, যার ফলে দুই শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা আজ (১৮ মার্চ) এই তথ্য জানিয়েছে। এছাড়া, হামলায় আরও অনেকে আহত হয়েছেন। যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর থেকে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে বিমান হামলা শুরু করেছে।

রয়টার্স জানিয়েছে, চিকিৎসাবিদদের উদ্ধৃতি দিয়ে, গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে। আলজাজিরা সরাসরি সম্প্রচারে জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২০০ ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। চলতি বছরের ১৯ জানুয়ারিতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটি ছিল গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।

এদিকে, আল জাজিরা আরবির সংবাদদাতা জানিয়েছেন, গাজা সিটির উত্তরে ইসরায়েলি বিমান হামলার ফলে কমপক্ষে ২০ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। গাজার মধ্যাঞ্চলের আল-দারাজ পাড়া শহরের আল-তাবিইন স্কুলে, যেখানে বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিল, ইসরায়েলি বিমান বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে মাওয়াসি এলাকায় তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষদের ওপর হামলায় কয়েকজন নিহত আহত হয়েছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ায় আবারও হামলা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রভিদের মতে, হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পরই ইসরায়েল গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করেছে।

প্রথম পর্যায়ের ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর, ইসরায়েল দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করতে অস্বীকার করার পর ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতামূলক আলোচনা শুরু হয়েছিল। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় ব্যাপক আক্রমণ চালাচ্ছে এবং রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে শিন বেইটের সহায়তায় হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আক্রমণ অব্যাহত রেখেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.