× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশবাসীর নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক।

২০ মার্চ ২০২৫, ১১:১৩ এএম । আপডেটঃ ২০ মার্চ ২০২৫, ১১:১৫ এএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশে সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, বিশ্বের যেকোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বা অসহিষ্ণুতা ঘটলে তা তারা নিন্দা জানায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস গতকাল (১৯ মার্চ) অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সবসময়ই সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা অসহিষ্ণুতা নিন্দা জানায় এবং বাংলাদেশে সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপগুলোর প্রশংসা করে।

এক প্রশ্নকারী বাংলাদেশে ইসলামী চরমপন্থার বৃদ্ধি এবং খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে জানতে চেয়েছিলেন। তিনি আরও জানতে চান, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কি ইউনূস সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করছে কিনা।

বিষয়ে ট্যামি ব্রুস বলেন, "আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার যা পদক্ষেপ নিচ্ছে, তা আমরা সমর্থন জানাই। এটাই আমাদের প্রত্যাশা এবং এটি অব্যাহত থাকবে।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.