ফিলিস্তিনের
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী নারকীয় তাণ্ডব চালাচ্ছে। গত কয়েক দিনে
ইসরায়েলি হামলায় প্রায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই বর্বর হামলার
জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। তবে, এই পরিস্থিতিতে ইসরায়েলকে
পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট
হাউস জানিয়েছে, ট্রাম্প গাজায় ইসরায়েলি হামলার ব্যাপারে “পূর্ণ সমর্থন” প্রকাশ করেছেন। এছাড়া, গাজায় চলমান গণহত্যার জন্য হামাসকে দায়ী করেছে ওয়াশিংটন। আজ (২১ মার্চ) এক
প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
হোয়াইট
হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় ইসরায়েলের বিমান ও স্থল আক্রমণ
পুনরায় শুরু করার বিষয়ে “পূর্ণ সমর্থন” প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের গণহত্যার জন্য হামাসকে দায়ী করেছেন ট্রাম্প।
এছাড়া,
গত মঙ্গলবার থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ২০০ শিশুও রয়েছে। আরও ১০৪২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার, গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত
হয়েছেন, যাদের মধ্যে অনেকেই নারী ও শিশু।
হোয়াইট
হাউসের প্রেস সেক্রেটারি বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে স্পষ্টভাবে বলেছেন, যদি তারা সমস্ত জিম্মিকে মুক্তি না দেয়, তবে
তাদের চড়া মূল্য দিতে হবে।" তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে "সম্পূর্ণরূপে দোষ
হামাসের" এবং ট্রাম্প চান, ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দি “সকল জিম্মি” মুক্তি পাক।
এদিকে,
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উত্তরাঞ্চলের জরুরি পরিষেবার প্রধান ফারেস আওয়াদ বলেন, “বেইত লাহিয়ার জনগণের জন্য এটি ছিল এক রক্তাক্ত রাত।
উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপে অনুসন্ধান চালাচ্ছেন। পরিস্থিতি ভয়াবহ।”