× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক।

২১ মার্চ ২০২৫, ১৫:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ২০২৩ সালের অক্টোবর হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থতার জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

গতকাল (২০ মার্চ) সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভা শিন বেতের প্রধান রোনেন বারকে প্রাথমিকভাবে বরখাস্তের আনুষ্ঠানিক অনুমোদন দেয়। ২০২১ সালের অক্টোবরে পাঁচ বছরের জন্য শিন বেতের প্রধান হিসেবে নিযুক্ত হন তিনি।

পৃথক প্রতিবেদনে আজ (২১ মার্চ) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু একাধিকবার বারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিশেষ করে ২০২৩ সালের অক্টোবর হামাসের হামলা নিয়ে তার পূর্বাভাসের অভাব ছিল। নেতানিয়াহু এমনকি বলেছিলেন, বারের ওপর আর বিশ্বাস করা যায় না।

ইসরায়েলি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, রোনেন বারের বরখাস্তের প্রস্তাবটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। নতুন প্রধান নিযুক্ত হওয়ার পর অথবা আগামী ১০ এপ্রিলের মধ্যে তিনি পদত্যাগ করবেন।

এছাড়া, নেতানিয়াহু গত রোববার বলেন, "রোনেন বারের ওপর আস্থা নেই, তাকে আর এই পদে রাখা সম্ভব নয়।" ১৯৯৩ সালে শিন বেতে যোগদান করা রোনেন বার ২০২1 সালে শিন বেতের প্রধান হিসেবে নিযুক্ত হন, তবে নেতানিয়াহুর সরকার এক বছর আগেই তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.