যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) পরিচালক টিমোথি হফকে বরখাস্ত করা হয়েছে। এই তথ্য মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে। হফের পাশাপাশি তার ডেপুটিকেও সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রয়টার্স বার্তাসংস্থা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
ওয়াশিংটন পোস্টের রিপোর্টে বলা হয়, এনএসএ-এর পরিচালক টিমোথি হফ এবং তার সহকারী ওয়েন্ডি নোবেলকে বরখাস্ত করা হয়েছে। নোবেলকে পেন্টাগনের গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি অফিসে একটি পদে পুনঃনিযুক্ত করা হয়েছে। এনএসএ মার্কিন প্রতিরক্ষা বিভাগের একটি অংশ হিসেবে কাজ করে।
এছাড়া, সাইবার কমান্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা হফকে সরানোয় মার্কিন সাইবার কমান্ডের ডেপুটি উইলিয়াম হার্টম্যানকে ভারপ্রাপ্ত এনএসএ পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিলা থমাসকে ভারপ্রাপ্ত ডেপুটি পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে। তবে, হফকে বরখাস্ত বা নোবেলকে অন্য কোথাও পুনঃনিযুক্ত করার কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) এবং হোয়াইট হাউস এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
এনএসএ পরিচালক টিমোথি হফের বরখাস্তের বিষয়টি নিয়ে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের গোয়েন্দা বিষয়ক স্থায়ী নির্বাচিত কমিটির র্যাংকিং সদস্য ডেমোক্র্যাট জিম হিমস নিন্দা জানিয়েছেন।
২০২১ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করে নিজের অনুগতদের নিয়োগ করছেন।
গত মাসে ফেডারেল সরকারের কর্মী সংখ্যা কমানোর প্রচেষ্টায় নেতৃত্ব দানকারী ইলন মাস্ক জাতীয় নিরাপত্তা সংস্থায় গিয়ে টিমোথি হফের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
এনএসএ মূলত যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ গোয়েন্দা সংস্থা এবং এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে। মার্কিন সাইবার কমান্ডও আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে এবং প্রতিরক্ষা বিভাগের নেটওয়ার্ক পর্যবেক্ষণ করে।