বিমসটেক সম্মেলনের ফাঁকে আজ (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, দুই দেশের সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
মিশ্রি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এছাড়া, সীমান্ত নিরাপত্তা নিয়ে কঠোর আইন প্রয়োগের গুরুত্ব এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর প্রয়োজনীয়তার ওপরও আলোচনা হয়েছে। তিনি দুই দেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলতে পারে এমন উসকানিমূলক বক্তব্য এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছেন।
এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে আলোচনা হয়েছে বলেও নিশ্চিত করেছেন মিশ্রি। তিনি জানান, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে, তবে বিষয়টি নিয়ে এখন মন্তব্য করা উপযুক্ত হবে না বলে জানিয়েছেন তিনি।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং ৮ আগস্ট থেকে অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন।