× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত অতিক্রম; দক্ষিণ কোরিয়ার পাল্টা গুলি

আন্তর্জাতিক ডেস্ক।

০৯ এপ্রিল ২০২৫, ১১:১০ এএম

ছবিঃ সংগৃহীত।

সোমবার (৭ এপ্রিল) পূর্বাঞ্চলীয় কোরীয় বেসামরিক বাফার জোন (ডিএমজেড) এলাকায় সীমান্ত অতিক্রম করার পর উত্তেজনা সৃষ্টি হয়। উত্তরের সীমান্তরেখা পেরিয়ে কমপক্ষে ১০ জন সশস্ত্র উত্তর কোরীয় সেনা দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে। ঘটনায়, দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কবার্তা হিসেবে গুলি ছুঁড়ে। তবে, এতে কোনো হতাহত হয়নি এবং এটি সম্ভবত একটি ভুলবশত ঘটনার ফলস্বরূপ হয়ে থাকতে পারে।

মঙ্গলবার ( এপ্রিল) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের পর, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জাতিসংঘের কমান্ড দুই কোরিয়ার মধ্যে একটি বেসামরিক অঞ্চল তৈরি করে। ২৪৮ কিলোমিটার দীর্ঘ এই বাফার জোন কোরীয় উপদ্বীপকে বিভক্ত করেছে, যেখানে উভয় দেশই ভারী অস্ত্রসহ সজ্জিত সেনা মোতায়েন করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.