× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সামরিক হুমকি বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তিতে প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক।

০৯ এপ্রিল ২০২৫, ১৩:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তবে কিছু শর্তের অধীনে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, আগামী শনিবার (১২ এপ্রিল) থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে ইরান। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ তথ্য জানায়।

শর্ত হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে সামরিক হুমকি বন্ধ করতে হবে, তারপরই পারমাণবিক চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা শুরু হতে পারে।

আরাগচি বলেছেন, "আমরা কূটনৈতিক সমাধানে বিশ্বাসী, তবে যুক্তরাষ্ট্র যদি আমাদের বিরুদ্ধে সামরিক হুমকি দেয়, তাহলে আলোচনা অর্থহীন হয়ে পড়বে।"

২০১৫ সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর এই চুক্তি ভেঙে পড়ে। এরপর ইরান ধাপে ধাপে তার পরমাণু কর্মসূচি বাড়িয়েছে। তবে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য শক্তির মধ্যস্থতায় আলোচনার নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছিল।

এখন পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের শর্ত মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হতে পারে, কারণ তাদের কঠোর নীতি অব্যাহত রয়েছে। ইউরোপীয় মধ্যস্থতাকারীরা আশা করছেন, উভয় পক্ষ শর্ত শিথিল করলে অচিরেই ভিয়েনায় আলোচনা পুনরায় শুরু হতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.