× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ থেকে ভারতে ওয়াক্‌ফ আইন কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক।

০৯ এপ্রিল ২০২৫, ১৪:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা এবং উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্কিত মুসলিম ওয়াক্ফ সংশোধনী বিল পাসের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভের মধ্যে এক বিজেপি নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তবে, এসব প্রতিবাদ সত্ত্বেও আজ বুধবার ( এপ্রিল) থেকে বিতর্কিত ওয়াক্ফ আইন কার্যকর হচ্ছে। তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার ওয়াক্ফ (সংশোধনী) বিলে সম্মতি দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যার ফলে এটি আইনে পরিণত হয়। আইন মন্ত্রণালয়ের নোটিশে জানানো হয়, ওয়াক্ফ (সংশোধনী) বিল ২০২৫ এবং মুসলমান ওয়াক্ফ (রহিতকরণ) বিল ২০২৫ রাষ্ট্রপতির সম্মতি পেয়েছে।

ওয়াক্ফ সম্পত্তি হলো সেই স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, যা আল্লাহর নামে নিবেদিত। পূর্বের আইনে, ওয়াক্ফ ঘোষণার একমাত্র অধিকারী ছিল ওয়াক্ফ বোর্ড। তবে, নতুন আইনে ওই অধিকার জেলা প্রশাসক বা সমপদমর্যাদার সরকারি কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

ওয়াক্ফ আইনের সবচেয়ে বিতর্কিত ধারাগুলোর মধ্যে একটি হলোএকজন অমুসলিমকে ওয়াক্ফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যগুলোর ওয়াক্ফ বোর্ডে অন্তত দুজন অমুসলিম নিয়োগ দিতে পারবে বলে নতুন আইনে উল্লেখ রয়েছে। একজন জেলা প্রশাসক (ডিসি) বিতর্কিত সম্পত্তিকে ওয়াক্ফ হিসেবে নির্ধারণ বা সরকারের মালিকানায় হস্তান্তর করার ক্ষমতা পাবেন।

ভারতে ওয়াক্ফ আইন প্রথম পাস করা হয়েছিল ১৯৫৪ সালে, এবং ১৯৯৫ সালে সেটি সংশোধন করে ওয়াক্ফ বোর্ডের ক্ষমতা বৃদ্ধি করা হয়। বিজেপির অভিযোগ, ওই সময় থেকে ওয়াক্ফের বিপুল সম্পত্তি একটি নির্দিষ্ট গোষ্ঠী ভোগ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.