× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক।

০৯ এপ্রিল ২০২৫, ১৪:৫৭ পিএম । আপডেটঃ ০৯ এপ্রিল ২০২৫, ১৪:৫৯ পিএম

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পরবোও সুবিয়ান্তো। ছবিঃ সংগৃহীত।

গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সাময়িকভাবে আশ্রয় দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পরবোও সুবিয়ান্তো। মঙ্গলবার ( এপ্রিল) রাজধানী জাকার্তায় একটি অর্থনৈতিক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি তথ্য জানান।

তিনি জানান, প্রথম পর্যায়ে এক হাজার ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং কীভাবে তাদের সরিয়ে নেওয়া হবে, সে বিষয়ে ফিলিস্তিন অন্যান্য পক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

পরবোও আরও বলেন, ফিলিস্তিনিরা গাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং তাদের আঘাত পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত ইন্দোনেশিয়ায় অস্থায়ীভাবে আশ্রয়ে থাকবে। তিনি জাকার্তা দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে এবং মানবিক সহায়তা পাঠানোর কথা উল্লেখ করেন।

ইন্দোনেশিয়া সংঘাতের সমাধানে আরও সক্রিয় ভূমিকা পালন করতে চায়, তবে তিনি জানিয়েছেন, এটি একটি সহজ পরিকল্পনা নয়। তিনি বলেন, ফিলিস্তিনিদের সুরক্ষা স্বাধীনতার জন্য ইন্দোনেশিয়া প্রতিশ্রুতিবদ্ধ, যা সরকারকে আরও সক্রিয়ভাবে কাজ করতে বাধ্য করেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়ার পর ইন্দোনেশিয়া তার তীব্র সমালোচনা করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জোরপূর্বক বাস্তুচ্যুতি কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

এর আগে, প্রেসিডেন্ট পরবোও দায়িত্ব গ্রহণের পূর্বে বলেছিলেন, প্রয়োজনে ইন্দোনেশিয়া গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ইচ্ছুক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.